সংস্কৃতি কি | সংস্কৃতির সংজ্ঞা দাও
সংস্কৃতি কি-সংস্কৃতির সংজ্ঞা দাও-আজকের আর্টিকেল এর মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সংস্কৃতি কি এবং সংস্কৃতির সংখ্যা সম্পর্কে।
আপনারা যারা সাংস্কৃতি কি এবং সংস্কৃতির সংজ্ঞা সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
প্রশ্নঃ
সংস্কৃতি কি।
সংস্কৃতির সংজ্ঞা দাও।
ভূমিকাঃ
মানুষের সামগ্রিক জীবনযাত্রার প্রণালী হলো সাংস্কৃতিক। সংস্কৃতির মাধ্যমে মানুষ সেই সমাজের আদর্শ মূল্যবোধ আচার অনুষ্ঠান বিশ্বাস চেতনাবোধ লাভ করতে পারে। স্মৃতি হলো মানুষের পোশাক পরিচ্ছদ খাওয়া-দাওয়া চারচরণ অনুষ্ঠান আচার-আচরণের সমষ্টি।
আরো পড়ুনঃ চর্যাপদ কি
সংস্কৃতির উৎপত্তিঃ
সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো Culture যা Latin শব্দ Colere থেকে উৎপত্তি লাভ করেছে। এর অর্থ কর্ষণ বা চাষ।
সংকীর্ণ অর্থেঃ
সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে আমরা বুঝি মার্জিত রুচি বা অভ্যাস জনিত উৎকর্ষ।
ব্যাপক অর্থেঃ
ব্যাপক অর্থে মানুষের জীবন যাত্রার প্রণালী বা জীবন ধারণাকেই সংস্কৃতি বলে।
আরো পড়ুনঃ বাঙালির নুতাত্বিক পরিচয় দাও
প্রামাণ্য সংজ্ঞাঃ
বিভিন্ন মনীষী সংস্কৃতি সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন। নিচে তাদের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা উপস্থাপন করা হলোঃ-
ম্যাকাইভারঃ
এর মতে, Culture is what we are অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি।
E. B. Tylor.
তার Primitive Culture' গ্রন্থে বলেন, "Culture is that complex whole which includes knowledge, belief, art, law, custom and any other capabilities and habits acquired by man as a member of society. অর্থাৎ সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ ব্যবহার জ্ঞান বিশ্বাস শিল্পকলা নীতি প্রথা আইন ইত্যাদির জটিল সমন্বয়ই হল সাংস্কৃতি।
Encyclopaedia of Social Science অনুসারে,
সংস্কৃতি মানুষের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যবহারিক শিল্প দ্রব্যসামগ্রী কারিগরি প্রণালী ধারা সমূহ অভ্যাস ও মূল্যবোধ।
আরো পড়ুনঃ হরিকেল জনপদের পরিচয় দাও
কুলি, এঞ্জেল, এবং কার এর মতে,
Culture is the sum total of transmittable result of living together. অর্থাৎ একত্রে বাস করার ফলশ্রুতি যা বংশ পরম্পরায় বাহিত হয় তাই সংস্কৃতি।
কার্ল মার্কসঃ
এর মতে,Culture is super structure. অর্থাৎ সংস্কৃতি হল উপরি কাঠামো।
Marx এর মতে,
Basic structure বা মল কাঠামো সমাজে অর্থনৈতিক প্রক্রিয়া তথা Base বা Foundation কে চিহ্নিত করে। অন্যদিকে Super structure হচ্ছে Base এর উপর ক্রিয়াশীল অর্থনৈতিক উৎপাদন ব্যতীত ব্যক্তিত্ব ও নৈব্যত্তিক সকল উপাদান, আইন কানুন দর্শন রাজনীতি চিন্তা চেতনা আদর্শ ও মূল্যবোধ শিল্পকলা ইত্যাদি।
উপসংহারঃ
পরিশেষে বলা যায় যে, সংস্কৃতি হল মানুষের সামগ্রিক জীবনযাত্রা ও চেতনার ফলশ্রুতি যার দ্বারা ব্যক্তি তথা সমাজ জীবন পরিচালিত হয়।
আরো পড়ুনঃ বরেন্দ্র জনপদ সম্পর্কে লিখ
আমাদের শেষ কথা,
সংস্কৃতি কি সংস্কৃতির সংজ্ঞা দাও এ বিশেষ সম্পর্কে আশা করছি আপনারা সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার পরিচিতজনদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
এম আর টেক ইনফো ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url